সড়কের নিরাপত্তা উন্নয়নে জেস টায়ারের ব্যতিক্রমী আয়োজন

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সড়কের নিরাপত্তা আমাদের সকলের সম্মিলিত প্রয়াস’ এই লক্ষ্যকে সামনে রেখে ও সড়কের নিরাপত্তা উন্নয়নের জন্য জেস টায়ার একটি ব্যতিক্রমধর্মী কার্যক্রম হাতে নিয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানী ঢাকার ২৫ গুরুত্বপূর্ণ রাস্তার মোড় গুলোতে সারা দিনব্যাপী জনসচেতনতা মূলক কর্যক্রম শুরু করেছে জেস টায়ার।

এই আয়োজনে জেস টায়ারের নিয়োজিত ৩০০ জন্য কর্মী অংশগ্রহণ করেন। তারা নিরাপদে রাস্তায় চলাচলের নিয়মকানুন বিভিন্ন প্ল্যাকার্ডের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাস্তার পয়েন্ট গুলোতে জনসাধারণের সামনে তুলে ধরছেন। এছাড়াও সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধ করছেন।

জেস টায়ার শতভাগ বাংলাদেশে উৎপাদিত একাটি দেশীয় টায়ার ব্র্যান্ড। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে জেস টায়ার বিগত বছর থেকে এই কার্যক্রম চালিয়ে আসছে।