সত্য কায়েম না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই চলবে: জামায়াতের আমির
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
রাজবাড়ী প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘স্বৈরাচার বিদায় নেওয়ার পর কোনও ধরনের মসিবতে যেন জাতি না পড়ে, এ জন্য আমাদেরকে পাহারাদারের ভূমিকা পালন করতে হবে। দেশ আমাদের সবার, ফরিদপুর ও রাজবাড়ী জেলাকে আপনারা পাহারা দেবেন। রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে, যেভাবে সাড়ে ১৫ বছর স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আমরা সবাই লড়াই করে গেছি ইনশাআল্লাহ ন্যায় সত্য ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের এ লড়াই, আন্দোলন অব্যাহত থাকবে।’
কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সরকার পতনের আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে রবিবার (১ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে ঢাকা ফেরার পথে দলের নেতৃবৃন্দের উদ্দেশে তিনি এ বক্তব্য দেন।
শফিকুর রহমান বলেন, ‘চিরস্থায়ী শান্তি পেতে হলে চিরস্থায়ী শান্তির রাস্তা বের করতে হবে। এটি হলো আল্লাহর দেওয়া কোরআনের রাস্তা। এ রাস্তা ধরে বাংলাদেশে আগাবে ইনশাআল্লাহ। সেগুলোর জন্য আমাদের সবার প্রস্তুতি নিতে হবে। যে দিন এ রাস্তা চলে আসবে সে দিনই বাংলাদেশে শান্তি কায়েম হবে। শান্তি পাবে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আপামর জনসাধারণ।’
রাজবাড়ী জেলা জামায়াতের আমির নুরুল ইসলাম বলেন, ‘কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে ঢাকা ফেরার পথে দৌলতদিয়া ঘাটে স্বল্প পরিসরে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমির।’
এ সময় ফরিদপুর জেলা জামায়াতের আমির বদর উদ্দিনসহ জেলা ও গোয়ালন্দ উপজেলার জামায়াতের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।