সপ্তাহে ১০ মিনিট সময় চাইলেন ডিএনসিসি মেয়র আতিক

প্রকাশিত: ৭:৫৭ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২১

নিজ নিজ বাসা-বাড়ি পরিচ্ছন্ন রাখতে প্রতি সপ্তাহে নগরবাসীকে অন্তত ১০ মিনিট সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

ডিএনসিসির বিভিন্ন এলাকার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নিতে গিয়ে শুক্রবার (৩০ জুলাই) গুলশানের নগর ভবন থেকে তিনি এ আহ্বান জানান।
মেয়র জানান, তিনি নিজেও শনিবার (৩১ জুলাই) সকাল ১০টায় ১০ মিনিট নিজের বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করবেন। এটি তিনি তার ফেসবুক ভেরিফায়েড পেজ থেকেও তা শেয়ার করবেন। নগরবাসীকেও একযোগে এক‌ই সময়ে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন করতে এবং তা ফেসবুকে শেয়ার দিতে আহ্বান জানান আতিকুল ইসলাম।।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাভুক্ত মসজিদের ইমামগণ যাতে শুক্রবারের জুম্মার নামাজের খুতবায় মুসল্লিদের উদ্দেশে ‘১০টায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ স্লোগানটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে কমপক্ষে পাঁচ মিনিট আলোচনা করেন সেজন্য অনুরোধপত্র প্রেরণ করা হয়েছে।