সবুজ পৃথিবীর গুরুত্ব তুলে ধরে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
মোঃ সাইফুল ইসলামঃ
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলার পাশাপাশি সবুজ পৃথিবীর গুরুত্ব তুলে ধরে শিশুদের মাঝে ১০ হাজার গাছ বিতরণ করেছে বাবুল্যান্ড।শনিবার (১১ মে) ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বাবুল্যান্ডের ১১টি ব্রাঞ্চে গাছ বিতরণ করা হয়।
বাবুল্যান্ডের প্রতিষ্ঠাতা ইশনাদ চৌধুরী বলেন, বাবুল্যান্ড একটি ভিন্নধর্মী প্রতিষ্ঠান, যেখানে আমরা সবসময় শিশুদের বেনফিটের জন্য কাজ করে যাচ্ছি। সেই চিন্তা-ভাবনার একটা বহিঃপ্রকাশ হলো শিশুদের মাঝে এই ১০ হাজার গাছ বিতরণ।
সহপ্রতিষ্ঠাতা ড. এনামুল হক কলিনস বলেন, আমার ছেলেবেলা কেটেছে খোলা মাঠে নানা রকম খেলাধুলা করে। আমার ছেলের দিকে তাকালে খারাপ লাগে যে, তাদের শৈশব কেমন চার দেয়ালের মাঝে আটকে গেছে। আর এমন দৃশ্য প্রায় প্রতিটি ঘরে ঘরে। তাই শিশুদের মাঝে একটা সুন্দর শৈশব দেওয়ার জন্য বাবুল্যান্ডের এই কনসেপ্ট।