সম্পর্ক ভেঙে দেওয়ায় প্রেমিকার সামনেই প্রেমিকের বিষপান

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

স্কুল থেকে বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিল দশম শ্রেণির ছাত্রী। হঠাৎ রাস্তায় প্রেমিক মেহেদী হাসান (২৮) ওই ছাত্রীর পথরোধ করে দাঁড়িয়ে যায়। দেড় বছরের সম্পর্কে হঠাৎ বিচ্ছেদের কারণ জানতে চায়। প্রেমিকা জানায়, তার বাবা-মায়ের অনুমতি ছাড়া সে অন্য কাউকে বিয়ে করতে পারবে না। তাই তাকে ভুলে যেতে হবে। এমন উত্তরে প্রেমিকার সামনেই প্রেমিক কীটনাশক পান করেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের ধারাবারিষা সরকারপাড়া গ্রামে। প্রেমিক মেহেদীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। মেহেদী ধারাবারিষা এলাকার দুলাল আলীর ছেলে।

প্রেমিক মেহেদী হাসান জানান, ধারাবারিষা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে তার গত দেড় বছর যাবৎ প্রেমের সম্পর্ক। দেড় বছরে বিভিন্ন সময় বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে প্রেমিকা। হঠাৎ করে ২ দিন আগে মোবাইল ফোনে সম্পর্ক ভেঙে তাকে ভুলে যেতে বলে। এতদিনের সম্পর্ক বিচ্ছেদের কথা মানতে পারেনি মেহেদী। তাই রোববার ধারাবারিষা সরকারপাড়া পাকা রাস্তায় প্রেমিকার অপেক্ষায় ছিলেন সঙ্গে বিষ নিয়ে। বিকেল সাড়ে ৫টার সময় তার প্রেমিকা বান্ধবীদের সঙ্গে বাড়ি ফিরছিল। এ সময় তার পথরোধ করে তিনি তার অপরাধ জানতে চান প্রেমিকার কাছে। অনেকক্ষণ বোঝানোর পরেও প্রেমিকার কড়া গলায় তাকে ভুলে যেতে বলে। তখনি তিনি প্রেমিকার সামনেই পকেট থেকে কীটনাশকের বোতল বের করে অর্ধেক বোতল পান করেন।

মেহেদী আরও জানান, মন থেকে ভালোবেসেছিলেন তিনি। কোনোভাবেই মানতে পারছিলেন না। এ কারণেই প্রেমের ব্যর্থতায় আত্মহননের পথ বেঁছে নিয়েছেন।

এদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, প্রেমিকার সঙ্গে কথা বলার পর পরই কীটনাশক পান করেন মেহেদী। এরপরও তার প্রেমিকা তার দিকে না তাকিয়ে বাড়ির দিকে চলে যায়। ততক্ষণে রাস্তার পাশের পড়ে যায় মেহেদী। পথচারীরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ওহিদুজ্জামান রুবেল বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় মেহেদী নামের এক যুবক বিষপান করে অসুস্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসে। তার অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।