সাংবাদিক নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: র্যাব
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদন: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে র্যাব।
আজ শুক্রবার (১৬ জুন) দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব ছায়াতদন্ত করছে। র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৪ আসামিদের ধরতে কাজ শুরু করেছে।
তিনি বলেন সাংবাদিক হত্যা খুবই দুঃখজনক, এ হত্যাকাণ্ডের ঘটনায় যারাই জড়িত থাকুক, তাদের আইনের আওতায় আনা হবে।
গত ১৪ জুন রাতে বকশীগঞ্জ উপজেলার পাটহাটি এলাকায় ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে সাংবাদিক নাদিমের ওপর হামলা হয়। পরে বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নাদিম বাংলানিউজের জামালপুর জেলা প্রতিনিধি ছিলেন। একই সঙ্গে একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবেও কাজ করতেন।
স্থানীয় সাংবাদিকরা জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন নাদিম। পথে নাদিমকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় নির্জনে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে নাদিমের ওপর হামলা হয় বলে অভিযোগ উঠেছে।