সাইফের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’ খ্যাত অভিনেতা

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫


বিনোদন ডেস্ক:

 

নিরাপত্তার খাতিরে বলিউডের বহু অভিনয়শিল্পীকে ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে চলতে দেখা যায়। কিন্তু সাইফ আলি খান কিংবা তার পরিবার এমনটায় অভ্যস্ত ছিলেন না। তবে সম্প্রতি হামলাকারীর আক্রমণের পর এবার সেই পথেই সাইফ ও তার পরিবার!

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, বুধবার রাতে নিজ বাড়িতে আক্রমণের শিকার হওয়ার পর টানা ৫ দিন হাসপাতালে ছিলেন সাইফ। মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। আর তখনই তার সঙ্গে দেখা গেল একদল নিরাপত্তারক্ষী।

জানা গেছে, সাইফের উপর হামলার পর নিরাপত্তা সচেতন হয়েছে পুরো পতৌদি পরিবার। আর সেজন্যই এই দায়িত্ব পুরোপুরি কাঁধে নিলেন বলিউড অভিনেতা রনিত রায়।

রনিত রায়ের এস সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন এজেন্সি নামক নিজস্ব নিরাপত্তা সংস্থা রয়েছে। বলিউডসহ বিভিন্ন ক্ষেত্রের সেলিব্রেটিরাও রনিতের নিরাপত্তা সংস্থার শরণাপন্ন হন। তিনি অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, করণ জোহরের মতো সমস্ত বলিউড তারকাদের নিরাপত্তা প্রদান করেন। এবার তার সংস্থা থেকে নিরাপত্তারক্ষী দেয়া হয়েছে সাইফ ও তার পরিবারের সদস্যদের সুরক্ষার জন্য।

এত দিন পর্যন্ত কোনরকম দেহরক্ষী সঙ্গে রাখতেন না সাইফ কিংবা কারিনা। কেবল কোন অনুষ্ঠানে গেলে তারা নিরাপত্তারক্ষী সঙ্গে রাখতেন। তবে হামলার ঘটনার পর নিরাপত্তা সচেতন হয়েছে গোটা পরিবার। রনিতের নিরাপত্তা সংস্থা নিরাপত্তা দেবে সাইফ, কারিনা এবং তাদের পরিবারকে। সাইফ আলি খান হাসপাতাল থেকে বাসায় ফেরার পর অভিনেতা রনিতকেও তার সাথে দেখা গেছে।

পাপারাজ্জিদের সঙ্গে কথা বলার সময় রনিত বলেন, ‘আমরা সাইফের জন্য এখানে আছি। ও এখন ভালো আছেন।’

প্রসঙ্গত, হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময় সাইফের সঙ্গে দেখা করতে আসেন প্রচুর মানুষ। শর্মিলা ঠাকুর, কারিনা কাপুর, সারা আলি খান, ইব্রাহিম আলি খানসহ অন্যান্য ঘনিষ্ঠরাও প্রতিদিন হাসপাতালে এসেছেন সাইফকে দেখতে।