সাকিবের সামনে আজ দুই মাইলফলকের হাতছানি

প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, মে ১২, ২০২৪

খেলাধুলা ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। ৫ ম্যাচের সিরিজে এগিয়ে আছে ৪-০ ব্যবধানে। পঞ্চম ম্যাচটি তাই অনেকটা নিয়মরক্ষার। তবুও বিশ্বকাপের আগে বলেই কিনা এই ম্যাচেও বাংলাদেশ থাকবে সিরিয়াস। জয় চাইবে দাপটের সঙ্গে।

 

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচের সময় এগিয়ে এসেছে সকাল ১০টায়। এই ম্যাচে একাদশে তিন পরিবর্তন এসেছে। তবে বিশ্বকাপের আগে ঘরের মাঠের শেষ সিরিজে জাতীয় দলের জার্সিতে আরও একবার দেখা যাবে সাকিব আল হাসানকে।

জিম্বাবুয়ের বিপক্ষে এই ম্যাচে দুই রেকর্ডের সামনে থেকে মাঠে নামছেন সাকিব। একটা রেকর্ড বোলিংয়ে, অন্যটি ব্যাট হাতে। গত ম্যাচে চার উইকেট পাওয়া এই স্পিনার এই ম্যাচেও চাইবেন অন্তত দুই উইকেট পেতে। তাহলেই নিজের ৭০০তম আন্তর্জাতিক উইকেটের দেখা পাবেন তিনি।

এই ম্যাচে অবশ্য পেসার তাসকিনের সামনেও মাইলফলক স্পর্শের সুযোগ ছিল। পুরো সিরিজে দুর্দান্ত বল করা তাসকিনের দরকার ছিল ৩ উইকেটের। সেক্ষেত্রে দেশের ৮ম বোলার হিসেবে ২০০ আন্তর্জাতিক উইকেট পূর্ণ করতেন এই পেসার। তবে তাকে বিশ্রামে রেখেই স্বাগতিকরা জিম্বাবুয়ের বিপক্ষে খেলতে নেমেছে।