সাগর-রুনী হত্যা: বিচার দাবিতে উপদেষ্টাকে ডিআরইউর স্মারকলিপি

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিক দম্পতি সাগর-রুনী হত্যার দ্রুত বিচার দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে
পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)৷

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে ডিআরইউ নেতারা এই স্মারক লিপি জমা দেন৷

স্মারকলিপিতে বলা হয়েছে, আগামী ২ মার্চের মধ্যে বিচার শুরু না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি আবু সালেহ আকন, সহ-সভাপতি গাজী আনোয়ার, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই তুহিন, সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলসহ ডিআরইউর নেতারা।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর রাজাবাজারের নিজ বাসায় খুন হন এই দম্পতি। গত ১৩ বছর আগে নৃশংস এ হত্যা মামলার চার্জশিট জমা দিতে পারেনি তদন্তকারী সংস্থা র‌্যাব।