চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে তিন কেজি চার শ ২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গানপাওডার) ও দুই কেজি কয়লাসহ মো. ইসমাইল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে মহারাজপুর ইউনিয়নের বাগবাগীটোলা গ্রামে অভিযান চালিয়ে ইসমাইলকে হাতে-নাতে গ্রেপ্তার করা হয়।
আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। বিজ্ঞপ্তিত্তে জানানো হয়, সাম্প্রতিক চলমান রাজনৈতিক অস্থিরতায় ককটেল ও অন্যান্য বিস্ফোরকদ্রব্য ব্যবহার করে নাশকতাসহ নানা অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জে র্যাবের গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
এমতাবস্থায় চলমান নাশকতা ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য সংরক্ষণ করে রাখার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার ইসমাইলের বসতবাড়িতে অভিযান চালায় র্যাব।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযানে ইসমাইলের শয়নক্ষের খাটের নিচে রাখা একটি বাজারের ব্যাগে মজুদ ৩ কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকদ্রব্য (গানপাওডার) ও ২ কেজি কয়লা পাওয়া গেলে গ্রেপ্তার হন ইসমাইল। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব।