সাড়ে ৮ ঘণ্টা বিমান চলাচল ব্যাহত: ঢাকার ফ্লাইট গেল সিলেট-চট্টগ্রাম

প্রকাশিত: ১২:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৮ ঘণ্টা উড়োজাহাজ চলাচল ব্যাহত হয়েছে।

এ সময় বিমানবন্দরে আসা ৬টি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে সিলেট ও চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইমলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার কারণে রাত ১২টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত ফ্লাইট স্বাভাবিকভাবে চলাচল করতে পারেনি। ৯টায় যথারীতি ফ্লাইট অবতরণ শুরু হয়। ফ্লাইট চলাচল ব্যাহত থাকা অবস্থায় ৬টি ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে পাঠানো হয়েছে।

৯টার পর চট্টগ্রাম ও সিলেট থেকে ফ্লাইটগুলো ঢাকায় আসা করা শুরু করে।

বিমানবন্দর সূত্র জানায়, এই সাড়ে ৮ ঘণ্টায় বিভিন্ন এয়ারলাইনের শারজাহ, মাস্কাট, গুয়াঞ্জু, দোহা ও সিঙ্গাপুর থেকে আগত ফ্লাইট সিলেটে ও চট্টগ্রামে অবতরণ করে।

এদিকে কুয়াশার কারণে সোমবার রাত ৩টা থেকে পৌনে ৯টা পর্যন্ত শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ ছিল।

এর আগে ১২ ও ১৩ ডিসেম্বর মধ্যরাতে ঘনকুয়াশার কারণে ফ্লাইট চলাচল বন্ধ ছিল শাহজালালে।