
নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীতে সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আবু বকর সিদ্দিক (৬৫) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, ১১ মার্চ দুপুরে সদর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে প্রতিবেশী আবু বকর সিদ্দিক পেঁপে দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে নেন। বাড়িতে গেলে শিশুটিকে ধর্ষণ করেন তিনি। প্রথমে ঘটনা জানাজানি না হলেও শুক্রবার ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়ে। তখন সে বিষয়টি পরিবারকে জানায়। পরে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয়রা অভিযুক্ত আবু বক্করকে জিজ্ঞাসাবাদ করলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তাকে আটক করে পুলিশে দেন এলাকাবাসী। শনিবার দুপুরে আবু বক্করকে আদালতে পাঠায় পুলিশ।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমআর সাঈদ জানান, অভিযুক্তি আবু বক্কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে, দুপুরে ভুক্তভোগী শিশুকে নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসা শেষে জবানবন্দি রেকর্ডের জন্য থানা হেফাজতে নেওয়া হয়।