সাবেক ফুটবলার মহসিনের পাশে দাঁড়ানোর ঘোষণা বিসিবির

প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ণ, জুন ৬, ২০২৩

সাবেক ফুটবলার মহসিনের পাশে দাঁড়ানোর ঘোষণা দেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।মঙ্গলবার (৬ জুন) মোহাম্মদ মহসিনের বিষয়ে নিজামউদ্দিন চৌধুরী বলেন, ‘তার বিষয়টি যখন বোর্ড সভাপতির জেনেছেন, তখনই সাহায্য-সহযোগিতা করার জন্য নির্দেশনা দিয়েছেন। এরপরে মহসিন ভাইয়ের পরিবারের সঙ্গে কথা হয়েছে। তারা মহসিন ভাইয়ের চিকিৎসা নিয়ে বেশি চিন্তিত। এর বাইরে তাদের জায়গা-জমি সংক্রান্ত কিছু ব্যাপার আছে। কিছু জমি নাকি বেদখল হয়ে আছে, সে ব্যাপারে তারা সহযোগিতা চেয়েছেন। আমরা বলেছি বিসিবি মহসিন ভাইয়ের পাশে থাকার চেষ্টা করবে।’
নব্বইয়ের দশকে খেলা ছেড়ে পাড়ি জমিয়েছিলেন কানাডায়। সেখানে বিয়ে-সংসারের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যও ছিল। কিন্তু সময়ের প্রবাহে মহসিন হারিয়েছেন সবকিছু। নয় বছর আগে ফিরে আসেন দেশে। শুরু হয় হতাশার জীবন। বর্তমানে মানসিক ভারসাম্যও হারানোর পথে রয়েছেন মহসিন।

অর্থের অভাবে তার চিকিৎসাও হচ্ছে না। বর্তমানে তিনি রাজধানীর সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ছোট ভাই কোহিনূর ইসলামের সঙ্গে পারিবারিক ফ্ল্যাটে জীবন কাটাচ্ছেন।