সাভারে ছয় মরদেহ পোড়ানোর মামলা: পুলিশের ৩ কর্মকর্তা কারাগারে

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৬, ২০২৫

নিজেস্ব প্রতিবেদক:

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশের সাবেক তিন কর্মকর্তাকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।

ওই তিন পুলিশ কর্মকর্তা হলেন– ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার শাহিদুল ইসলাম ও ডিবির সাবেক পরিদর্শক আরাফাত হোসেন।

একাত্তর টিভির চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে ‘গণহত্যায়’ উস্কানি দেওয়ার ঘটনায় ৭১ টেলিভিশন ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালসহ দু’জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। অপর আসামি হলেন ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মোস্তফা। হেফাজতে ইসলামের নেতা মুশফিকুর রহমান গতকাল মঙ্গলবার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ অভিযোগ দেন।
আসামিদের বিরুদ্ধে শাপলা চত্বরের হত্যাকাণ্ডে প্ররোচনা, উস্কানি, পরিকল্পনা ও অর্থায়নের পাশাপাশি তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে সহযোগিতা ও সমর্থনের অভিযোগ আনা হয়েছে।

নৌবাহিনীর সোহায়েলকে হাজিরার নির্দেশ

অপহরণ ও গুমের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটনের মামলায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সাবেক পরিচালক মোহাম্মদ সোহায়েলকে আগামী ১৮ জুন হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মঙ্গলবার এ আদেশের পর প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ২০১২ সালের দিকে ধানমন্ডির রবীন্দ্র সরোবর থেকে ছাত্রশিবিরের গোলাম মর্তুজা নিহিমকে তুলে নিয়ে যান র‌্যাব সদস্যরা। পরে আয়নাঘরে নিয়ে ৪৭ দিন তাঁকে আটকে রাখেন। সোহায়েলের নির্দেশে মানবতাবিরোধী ওই অপরাধ সংঘটিত হয়।

আওয়ামী লীগের সরকার পতনের পর ৭ আগস্ট চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব থেকে সরিয়ে মোহাম্মদ সোহায়েলকে নৌবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিনের কমান্ডার হিসেবে বদলি করা হয়।

পুলিশের দুই কর্মকর্তা গ্রেপ্তার

জুলাই-আগস্ট গণআন্দোলনে নরসিংদীতে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) অনির্বাণ চৌধুরী এবং নরসিংদী জেলার জ্যেষ্ঠ সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী মোনাওয়ার হুসাইন তামীম।