সাভারে পুলিশ সদস্যের বিরুদ্ধে বাসের হেলপারকে মারধরের অভিযোগ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
জেলা প্রতিনিধি,সাভারঃ
সাভারে যাত্রীবাহী একটি বাসের হেলপারকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হাইওয়ে থানার এক কনস্টেবলের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের জোড়পুল এলাকায় এ ঘটনা ঘটে। মারধরের শিকার হেলপারের নাম হানিফ আলী (২৮)। তিনি সাভার ও রাজধানীর মধ্যে চলাচলকারী মৌমিতা পরিবহনে চাকরি করেন। অভিযুক্ত ঐ পুলিশ সদস্যের নাম রোজদার মিয়া। তিনি সাভার হাইওয়ে থানায় কর্মরত বলে জানা গেছে।
মারধরের শিকার হানিফ বলেন, বাস গ্যারেজে রেখে রাত ১২টার দিকে জোড়পুল বাসস্ট্যান্ডে গিয়ে দাঁড়াই। সাভার হাইওয়ে পুলিশের একটি টহল দল ঐ স্ট্যান্ডে দাঁড়ানো একটি বাসের চালকের কাছে কাগজপত্র চাইছিল। চালক কাগজপত্র দেখাতে গড়িমসি করলে পুলিশের এক সদস্য চালককে মারধর করতে থাকেন। আমি ঐ বাসের কাছে গিয়ে পুলিশ সদস্যদের বলি—ভাই গাড়ির মহাজন আসতেছে, মারধর করছেন কেন? এ কথা বলার সঙ্গে সঙ্গে হাইওয়ে পুলিশের কনস্টেবল রোজদার প্রথমে গালাগাল করেন। এরপর আমাকে বেধড়ক মারধর করেন। এ সময় ঐ কনস্টেবল আমার শরীরের বিভিন্ন অংশে ২০ থেকে ২৫টি লাথি মারেন।এ বিষয়ে সাভার হাইওয়ে থানার পরিদর্শক (ওসি) আইয়ুব আলী বলেন, ‘বিষয়টি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।