সারাদেশে অক্টোবর মাসে ১৬৫ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি

প্রকাশিত: ৭:৩৮ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩

এসএম দেলোয়ার হোসেন:
চলতি বছরের অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৬৫ কোটি ১৫ লাখ ১৩ হাজার টাকার বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।


তিনি জানান, জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ১৪ কেজি ৭৯৪ গ্রাম স্বর্ণ, ৪ কেজি ৫০০ গ্রাম রূপা, ৮৩ হাজার ৪৮৫ কসমেটিকস সামগ্রী, ১১ হাজার ৫০২ ইমিটেশন গহনা, ২২ হাজার ৩৭২টি শাড়ি, ৭ হাজার ৭২৫ থ্রি-পিস, শার্ট-পিস, চাদর, কম্বল, পোশাক, দুই হাজার ৯৬৮ ঘনফুট কাঠ, ৯ হাজার ২৮৯ কেজি চা পাতা, ১ লাখ ৯৩ হাজার ৬৬০ কেজি কয়লা, ৪টি কষ্টি পাথরের মূর্তি, ৫টি ট্রাক, ২টি বাস ও মাইক্রোবাস, ৫টি পিকআপ, ২টি প্রাইভেটকার, ২৮টি সিএনজি, ইজিবাইক এবং ৬৬টি মোটরসাইকেল। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৫টি পিস্তল, গান পাউডার ৭ কেজি ৪৫০ গ্রাম, ম্যাগাজিন ৬টি এবং ১৭ রাউন্ড গুলি।


এছাড়া গত মাসেও বিজিবি বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। জব্দকৃত মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে ১৪ লাখ ১০ হাজার ৯৩৬ পিস ইয়াবা, ৬ কেজি ৭৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩৪ কেজি হেরোইন, ১১ হাজার ৯৪২ বোতল ফেনসিডিল, ৩৩,১৭০ বোতল বিদেশি মদ, ১ হাজার ৭৪৪ লিটার বাংলা মদ, ৬ হাজার ৪২৪ ক্যান বিয়ার, ১ হাজার ৪৮১ কেজি গাঁজা।


২ লাখ ২ হাজার ৫৪৪ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৬৪ হাজার ৮৭টি নেশাজাতীয় ইনজেকশন, ৪ হাজার ৯৮৯ বোতল ইস্কাফ সিরাপ, ১ কেজি কোকেন, ২ হাজার ৩৫৪ বোতল এমকেডিল/কফিডিল, ৭৪ হাজার ৩৯৫টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ লাখ ৪১ লাখ হাজার ৯১৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ৫৮০ প্যাকেট কীটনাশক এবং ১ লাখ ৬ হাজার ৯৮০টি অন্যান্য ট্যাবলেট। অপরদিকে মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২২২ জনকে এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭১ জন বাংলাদেশি নাগরিক, সাতজন ভারতীয় নাগরিক এবং ১৬০ জন মিয়ানমার নাগরিককে আটক করে বিজিবি।