সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পার্কিং করা নাফ পরিবহনের একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। আজ রোববার (১২ নভেম্বর) রাতে নিউজ পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা।
তিনি বলেন, আজ রোববার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী গোদনাইল বাসস্ট্যান্ড এলাকায় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দুপুর থেকেই ওই স্থানে পার্কিং করা ছিল। সন্ধ্যার দিকে হঠাৎ বাসটিতে আগুন দেখা যায়। কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
আদমজী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল হাই বলেন, আমাদের দুটি ইউনিট আধাঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ আহত হননি। কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্তসাপেক্ষে বলা যাবে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।