সিরাজগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কারের সুপারিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি:
চাঁদাবাজির অভিযোগে সিরাজগঞ্জ জেলা বিএনপির দুই নেতাকে বহিষ্কারের জন্য বিএনপির সুপারিশ করা হয়েছে। শনিবার (৫ এপ্রিল) জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু স্বাক্ষরিত এই সুপারিশ কেন্দ্রে পাঠানো হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ তথ্য নিশ্চিত করেছেন।
বিএনপির এই দুই নেতা হলেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর থানা বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান লেবু ও জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন।
সুপারিশ পত্রে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবু সদর উপজেলার রতনকান্দি হাট ও কান্দাপাড়া হাট থেকে চাঁদাবাজি ও যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। যার কারণে সংগঠনের পক্ষ থেকে মজিবুর রহমান লেবুকে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং রাশেদুল হাসান রঞ্জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
কিন্তু রাশেদুল হাসান রঞ্জনের উত্তর সন্তোষ জনক না হওয়ায় এবং মজিবুর রহমান লেবুকে মৌখিকভাবে সতর্ক করার পরও সতর্ক না হওয়া ও ব্যাখা দিতে না পারায় দল থেকে দুজনকে বহিষ্কারের সুপারিশ করছি।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জেলা বিএনপির যুগ্ন সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন বলেন, আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগটি বানোয়াট। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। জেলা বিএনপির আসন্ন সন্মেলনে আমি দলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী, এজন্য আমি সরাসরি ভোটের মাধ্যমে নেতা নির্বাচনের জোর দাবি জানিয়ে আসছিলাম। সরাসরি ভোট হলে ষড়যন্ত্রকারীরা দলের নেতা নির্বাচিত হতে পারবে না। যার জন্য তারা এ ধরণের বানোয়াট অভিযোগ করে আমার ভাবমূর্তি নষ্ট করছে।