নিজেস্ব প্রতিবেদক:
বাশার আল-আসাদকে উৎখাতের পর ‘রক্তপাতহীন’ ক্ষমতা হস্তান্তরের জন্য আঙ্কারার শর্ত মেনে না নিলে সিরিয়ার কুর্দিশ পপুলার প্রটেকশন ইউনিটস (ওয়াইপিজি) গ্রুপের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিল তুরস্ক।
স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান একটি টেলিভিশনকে বলেন, ওয়াইপিজি আঙ্কারার দাবি পূরণে ব্যর্থ হলে আমরা প্রয়োজনীয় সবকিছু করব।
তুরস্ক প্রতিবেশী সিরিয়ার স্থিতিশীলতার সঙ্গে সঙ্গে নিজেকে ওই অঞ্চলে একটি মূল খেলোয়াড় হিসাবে তৈরি করতে চাইছে।
ফিদান বলেন, একটি সামরিক অভিযান হতে পারে। যদিও তিনি যোগ করেন, নতুন সিরীয় নেতৃত্ব (যার পক্ষে তুর্কি সমর্থন জানিয়েছে) ওয়াইপিজির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা রাখে।
বিশ্লেষকরা মনে করেন, বিদ্রোহী বাহিনী বাশারকে উৎখাত করার ফলে সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে তুরস্কের সরাসরি হস্তক্ষেপের সম্ভাবনা আরও বেড়ে গেছে।
পিকেকে কয়েক দশক ধরে তুর্কি সরকারের বিরুদ্ধে লড়াই করছে। তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘদিন ধরে এটিকে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে আসছে। এই সংঘর্ষে ৪০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্ক, ইরান ও ইরাক থেকে যেসব আন্তর্জাতিক যোদ্ধা এসেছে, তাদের অবশ্যই অবিলম্বে সিরিয়া ত্যাগ করতে হবে। আমরা অপেক্ষা করছি।