সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় চোরাই পণ্যের চালান জব্দ

প্রকাশিত: ১২:০১ অপরাহ্ণ, মার্চ ১৩, ২০২৫

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ১২ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এটি সিলেট অঞ্চলে এযাবৎকালের জব্দকৃত সবচেয়ে বড় চোরাই মালামাল।বুধবার (১২ মার্চ) সিলেট ব্যাটালিয়ন (বিজিবি-৪৮) গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্তের বিভিন্নস্থানে বিজিবির উপ-অধিনায়ক ও ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে অভিযানে চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

অভিযানে ভারতীয় লেহেঙ্গা, থান কাপড়, বিভিন্ন প্রকার কসমেটিক্স, জুস পাউডার , বাসমতি চাল, জিরা, চিনি, কমলা, পোস্তা দানা, কাজু বাদাম এবং কিসমিস জব্দ করে। জব্দকৃত পণ্যের আনুমানিক সিজার মূল্য ১২ কোটি টাকা।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সিলেট সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী বুধবার সন্ধ্যায় ঢাকা পোস্টকে জানান, ঈদকে সামনে রেখে বিপুল পরিমাণ ভারতীয় চোরাইপণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা হয়েছিল। দেশের অভ্যন্তরের সীমান্ত এলাকার বিভিন্ন গোডাউনগুলোতে এসব পণ্য মজুদ রাখা হয়েছিল। গোপন সংবাদ পেয়ে আমরা ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে এসব গোডাউনে অভিযান চালাই। অভিযানের আগেই চোরাকারবারিরা পালিয়ে যায়। অভিযানে আমরা প্রায় ১২ কোটি টাকার মালামাল জব্দ করি।

চোরাকারবারিদের আটক করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।