সীমানার মৃত্যুতে তারকামহলে শোক

প্রকাশিত: ৪:৪৪ অপরাহ্ণ, জুন ৪, ২০২৪

বিনোদন ডেস্ক:

হাসপাতালে ১৪ দিনের লড়াই শেষে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মডেল-অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। মঙ্গলবার সকালে সীমানার প্রাক্তন স্বামী সংগীতশিল্পী পারভেজ সাজ্জাদ তার মৃত্যুর খবর প্রকাশ্যে আনেন। ৩৯ বছর বয়সেই অভিনেত্রীর এমন মৃত্যুতে শোক বইছে তারকামহলে।

সীমানার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর তার সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার ফেসবুকে এই অভিনেত্রীর সাদা-কালো ছবি পোস্ট করে সহকর্মীর প্রতি শোক জানিয়েছেন চঞ্চল চৌধুরি। তিনি লিখেছেন, ‘সীমানাৃ জীবনের সীমানা পেরিয়ে পৌঁছে গেলি মৃত্যুর সীমানায়ৃ! অনন্তলোকে তুই চির শান্তিতে থাকিস। তোর জন্য রইল গভীর শোক। “সাকিন সারিসুরি”,কলেজ টুডেনৃকত কত স্মৃতি!’
চঞ্চল চৌধুরীর এই পোস্টেও শোক প্রকাশ করতে দেখা যায় তাদের ভক্তদের। ভক্তদের মন্তব্য ছিল, ‘সারিসুরি গ্রামে আজ শোকের ছায়া!!ওপারে ভালো থেকো!!’, কেউ লিখেছেন, সাকিন সারিসুরির রইতনের কাকলি’।
সীমানার মৃত্যুতে চুপ থাকতে পারেননি জনপ্রিয় অভিনেত্রী শাহনেওয়াজ খুশি। সামাজিক মাধ্যমে সীমানার দুই সন্তানের ছবি শেয়ার করে এই অভিনেত্রী লিখেছেন, ‘সীমানাৃৃ..! তুই কি দেখতে পাচ্ছিস তোর প্রাণের বাচ্চা দুইটাকে?! এত পাহাড় সম বেদনায় ভারী ছবি আমি কখনও দেখেছি বলে মনে পড়ে না! পাখির বাচ্চা দুইটা আজ হয়ত বুঝতে তেমন পারছে না যে, আসলে কি হয়েছে! কিন্তু সময়ের নিষ্ঠুরতা ওদের শূন্যতা, ওদের হিসেব কষে বলে দেবে?! মা! কিছুতে পূরণ না হওয়া একটা আশ্রয়, একটা নিশ্চিত নির্ভরতা! কত স্বপ্ন ছিল তোর বাচ্চাদের নিয়ে! আল্লাহ যেন কোন সন্তান এমন বয়সে/ এমন করে মা হারা না করে।’
সীমানার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পরিচালক চয়নিকা চৌধুরি। সামাজিক মাধ্যমে তার মৃত্যুর খবর শেয়ার করে লিখেছেন, ‘যেখানেই থাকো শান্তিতে থেকো সীমানা…’।

ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা প্রয়াত সীমানার একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লিখেছেন, ‘অনেক ভালোবাসার স্মৃতি রয়েছে, তোমার আত্মার শান্তি কামনা করি সীমানা আপু; চলে গেলেন ঠিকই, হৃদয় থেকে তো মুছে যাননি’।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টিও সীমানার মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। প্রয়াত সীমানার সাথে তোলা একটি ছবি শেয়ার করে সহকর্মী বিয়োগে তিনি লিখেছেন, “ভালো থাকিস সীমানা ….. চলেই গেলি’।

মঙ্গলবার সকাল ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রিশতা লাবনী সীমানা। গত সপ্তাহে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা জানান, অভিনেত্রীর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এরপর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

গত শনিবার তার মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। সীমানার পরিবার জানায়, শুরুর দিকে তাকে আইসিইউতে রাখা হলেও বুধবার থেকে লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সীমানা চলে যান না ফেরার দেশে। মৃত্যুকালে সীমানা স্বামী, দুই ছেলে রেখে গেছেন।

উল্লেখ্য, সীমানা ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন। ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হন তিনি। পরে নাটকেও অভিনয় শুরু করেন।