সুপ্রিম কোর্টে প্রশাসন-বিচার শাখার আধুনিক কক্ষ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:

দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন ও বিচার শাখার আধুনিকায়ন কক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আজ বুধবার (২৩ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্টের মূলভবনের নিচতলার আধুনিকায়ন করা কক্ষগুলো উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, এখানে যারা সেবাগ্রহণ করতে আসেন, তারা যেন সহজেই সেবা পান বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে মনে রাখতে হবে। যদি আমরা সহজে সেবা নিশ্চিত করতে পারি তবেই এ উদ্যোগ সফল হবে।

এসময় আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. গোলাম রব্বানী, আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান ও সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।