
বিনোদন ডেস্ক:
‘কেশরী-২’ সিনেমা ঘোষণার সময় অনন্যা পান্ডের কাস্টিং নিয়ে বেশ আলোচনা হয়। তবে আলোচনার চেয়ে বেশি হয় সমালোচনা। কারণ, সেই সময় একের পর এক নেতিবাচক মন্তব্য ও ট্রোলিংয়ের শিকার হচ্ছিলেন তিনি। তবে সুযোগটা হাতছাড়া না করে কাজে লাগিয়েছেন ঠিকঠাক। ফলে অভিনয় দিয়ে প্রতিটি দৃশ্য যেমন নিজের করে নিয়েছেন, সেই সঙ্গে বন্ধ করে দিয়েছেন সমালোচকদের মুখ।
সম্প্রতি কইমইকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যাকে নিয়ে দর্শকের প্রতিক্রিয়া শুনে আনন্দ প্রকাশ করেন পরিচালক করণ সিং ত্যাগী। তিনিও বলেন, পর্দায় অনন্যা সত্যিই ‘ডাইনামাইট’।
নেতিবাচক মন্তব্য ও ট্রোলিং সত্ত্বেও সিনেমার জন্য অনন্যা পান্ডেকে কেন নির্বাচন করেছিলেন, বিষয়টি নিয়েও কথা বলেন নির্মাতা।
তার কথায়, ‘আমরা মূলত চিত্রনাট্যের প্রতি সৎ ছিলাম। আমাদের সামনে যেটা ছিল, সেই গল্পের প্রতি সৎ ছিলাম। দিলরীত গিলের চরিত্রের জন্য আমাদের একজন তরুণী অভিনেত্রীর প্রয়োজন ছিল। কারণ, এই চরিত্রের মধ্য দিয়ে আমরা ভারতের প্রথম নারী আইনজীবীকে সম্মান জানাতে চেয়েছিলাম।’
তিনি আরও বলেন, ‘আমি এমন কাউকে চেয়েছিলাম যার মধ্যে একদিকে কোমলতা থাকবে এবং অন্যদিকে চোখে থাকবে দুর্দান্ত দৃঢ়তা। আমি চেয়েছিলাম কোমলতা এবং শক্তি বৈশিষ্ট্য দুই একসঙ্গে প্রকাশ পাক।’
করণ সিং বলেন, ‘আমি ভাগ্যবান, অনন্যা দুর্দান্ত অভিনয় করেছে বলে। আমার মনে হয় সেটি ছিল তার অন্যতম সংবেদনশীল অভিনয়।’
এই সিনেমায় অনন্যা পান্ডের সঙ্গে আভিনয় করেছেন অক্ষয় কুমার, আর. মাধবনসহ আরও অনেকে। সূত্র: কইমই।