করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না হয়ে জুমাসহ অন্যান্য ওয়াক্তিয়া নামাজ মসজিদে আদায় না করার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
মঙ্গলবার দেশের প্রখ্যাত আলেমদের পরামর্শে এ সিদ্ধান্ত নেয়া হয়। আজকের জুমার নামাজকে কেন্দ্র করে একই নির্দেশনা দিল ইফা।
আলেমরা ইসলামী ফাউন্ডেশনকে পরামর্শ দিয়েছেন, করোনার প্রাদুর্ভাবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সব ধরনের জনসমাগম বন্ধের পাশাপাশি মসজিদে জুমা ও জামাতে নামাজ আদায় সীমিত রাখা হোক। মসজিদ বন্ধ রাখা যাবে না, তবে তবে সুরক্ষা নিশ্চিত না হয়ে মসজিদে আসা যাবে না।
জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুসলমানদের মসজিদে না গিয়ে ঘরেই নামাজ আদায়ের অনুরোধ জানিয়েছেন। অন্যান্য ধর্মাবলম্বীদেরও বাড়িতে থেকে প্রার্থনা করার অনুরোধ জানান তিনি।
প্রসঙ্গত, করোনাভাইরাস থাবা বসিয়েছে বাংলাদেশেও। এ পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ৪৪ জন। সুস্থ হয়ে উঠেছেন ১১ জন।