সেচ্ছাসেবকলীগ নেতাকে হামলার ঘটনায় যুবদল কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ১১:২৯ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০২৫

ভোলা প্রতিনিধি:

 

ভোলার লালমোহন উপজেলার ৭নং পশ্চিম চর উমেদ ইউনিয়নে সেচ্ছাসেবকলীগ নেতাকে হামলা ও মারধরের ঘটনায় পলাশ মৃধা নামে এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৯ মার্চ) দুপুরে উপজেলার গজারিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

লালমোহন থানার এস আই ইউসুফ জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৪ সেপ্টেম্বর উপজেলার ৭ নং পশ্চিম চর উমেদ ইউনিয়নের সেচ্ছাসেবক লীগ সভাপতি দুলাল ফরাজির ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে।

গত ৬ সেপ্টেম্বর, এই ঘটনায় দুলাল ফরাজি বাদী হয়ে ১০ জনের নামে লালমোহন থানায় মামলা করেন। পলাশ মৃধা ঐ মামলার ২নং আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, পলাশ মৃধা গজারিয়া বাজারে বস্ত্র ব্যবসার পাশাপাশি যুব দলের সক্রিয় কর্মী ছিলেন।