সেবা বাড়াতে সংস্কার পরিকল্পনার কথা জানালো ভূমি মন্ত্রণালয়
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
ঝামেলামুক্ত ভূমি নাগরিক সেবা ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে একগুচ্ছ সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরেছে ভূমি মন্ত্রণালয়। এসব পরিকল্পনা বাস্তবায়ন হলে ভূমি সেবা আরও সহজ, আধুনিক ঝামেলাহীন হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
বুধবার (১৮ ডিসেম্বর) তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ভূমি ব্যবস্থাপনা সংস্কার বিষয়ক এক সভায় বেশ কিছু সংস্কার পরিকল্পনার কথা তুলে ধরেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী।
পরিকল্পনার বিষয় তিনি বলেন, সব ভূমি সেবাগুলোকে ইন্ট্রিগ্রেট করার মাধ্যমে ভূমি সেবা প্রাপ্তির সিঙ্গেল প্ল্যাটফর্ম গড়ে তোলার পরিকল্পনা আমরা প্রণয়ন করেছি। পাশাপাশি অধিগ্রহণ আইন সংশোধন ও বিধিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। যার লক্ষ্য থাকবে স্বচ্ছতা আনয়ন। অতিরিক্ত সচিব এমদাদুল হক চৌধুরী বলেন, কেস ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে হয়রানিমুক্ত মিসকেস সেবা আমরা বাস্তবায়ন করবো। সেইসঙ্গে ভূমি বিষয়ক পৃথক অভিযোগ ব্যবস্থাপনার মাধ্যমে জনগণকে মানসম্মত ভূমি সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি সেবায় কল সেন্টার ১৬১২২ সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা চালু আছে।
তিনি আরও বলেন, দেশব্যাপী ভূমি জরিপ পরিকল্পনা তৈরি এবং বাস্তবায়ন করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। সেইসঙ্গে আমরা জলধারা সংস্কার ও সংরক্ষণ করবো। আমাদের প্রচারণা ও প্রশিক্ষণের ঘাটতি রয়েছে, আমরা সেদিকেও নজর দিচ্ছি। প্রচারণার মাধ্যমে ভূমি সেবা আরও সহজ করবো। সেইসঙ্গে ভূমি আপিল বোর্ডের বিধিমালা সংশোধনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। ভূমি সেবা সহজ করতে বেসরকারি আমিন, সার্ভেয়ারদের প্রশিক্ষণের ব্যবস্থা করে সহজভাবে সেবা জনগণের কাছে পৌঁছে দিতে চাই।
সংস্কার বিষয়ক সভায় সংশ্লিষ্ট অংশীজন ছাড়াও আরো উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহ উদ্দিন, অতিরিক্ত সচিব মাহমুদ হাসানসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা প্রতিনিধি, ও শিক্ষার্থীরা।