নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের মেঘনাঘাট এলাকায় বসুন্ধরা কোম্পানির একটি কারখানায় বিস্ফোরণে ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। রোববার সকালে সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা হয়।
দগ্ধরা হলেন- বিপ্লব (২৮), আরিফ (১৭), হাসান (২২), শাওন (২৪), হোসাইন (১৮), চঞ্চল (২৬), তামজিদ শেখ (৪০), তন্ময় (২৫), নুর ইসলাম (২৩) এবং আল আমিন (২৪)।কারখানার শ্রমিকরা জানান, সকাল থেকে তারা কারখানার ইউনিট ওয়ানে ‘এরোসল’ তৈরির কাজ করছিলেন। তখন সেখানে হঠাৎ করে বিস্ফোরণ হয়। এতে আশপাশে থাকা ১০ শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণের পর কারখানার ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন। পরে দগ্ধদেরকে নিজস্ব বাসে করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো. শাওন বিন রহমান জানান, দগ্ধদেরকে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা সম্পর্কে বিস্তারিত পরে জানানো হবে।এ বিষয়ে বসুন্ধরা কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি। এছাড়া কারখানার ভেতর স্থানীয় সংবাদকর্মীরা প্রবেশ করতে চাইলে তাদের ঢুকতে দেওয়া হয়নি।