স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে একটি পৃথক অধিদপ্তর গঠনের সুপারিশ করেছে অন্তবর্তী সরকারের স্থানীয় সংস্কাসম্প্রতি স্থানীয় সরকার কমিশনের প্রাথমিক সুপারিশে এসব তথ্য জানানো হয়েছে৷

সুপারিশে বলা হয়েছে- স্থানীয় সরকারের সকল কার্যক্রম, পরিবীক্ষণ, মূল্যায়ন, আর্থিক অডিট, পারফরমেন্স অডিট ও কমপ্লায়ন্স অডিট পরিচালনার জন্য একটি পৃথক অধিদপ্তর গঠন করতে হবে৷ সুপারিশে স্থানীয় সরকার বিভাগে বর্তমানে কার্যরত পরিবীক্ষণ ও মূল্যায়ন অধিদপ্তরকে অধিকতর শক্তিশালী করে একটি পুনর্গঠিত একটি নতুন অধিদপ্তর গঠন করার সুপারিশ করা হয়েছে৷ এই অধিদপ্তরে পেশাদার আমলার সাথে আর্থিক নিরীক্ষা, পারফরমেন্স অডিট, কমপ্লায়েন্স অডিট, মনিটরিং ও প্রকল্প কর্ম মূল্যায়নের দক্ষতা সম্পন্ন পেশাজীবী নিয়োগ করা হবে।

ইউনিয়ন পরিষদ থেকে সিটি কর্পোরেশন পর্যন্ত সকল প্রতিষ্ঠানের কাজকর্ম এ অধিদপ্তরের আওতাধীন হবে।

স্থানীয় সরকার কমিশন ও স্থানীয় সরকার বিভাগ এ অধিদপ্তরের প্রয়োজনীয় আইন কানুনের খসড়া তৈরি করবে।

বিভাগীয় কমিশনার অফিসের পরিচালক স্থানীয় সরকার এবং ডেপুটি কমিশনার অফিসের সাথে সংযুক্ত উপপরিচালক স্থানীয় সরকারের পদসমূহ বিলুপ্ত হবে। একজন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তার অধীনে অনুন্য ১০ জনের একটি সংগঠন উপরে বিবৃত অধিদপ্তরের অধীনে প্রতিটি জেলায় কাজ করবে।

এ অধিদপ্তর সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আয় ব্যয় ও সেবা কর্মের উপর প্রতিবছর একটি প্রতিবেদন প্রকাশ করবে।