স্বামীর ওপর অভিমান করে স্ত্রীর আত্মহত্যা

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৩

আমিনুল ইসলাম বাবু:

রাজধানীর শাহজাহানপুর গুলবাগে স্বামীর পরকীয়া সন্দেহ নিয়ে পারিবারিক কলহ , স্বামী বকাঝকা করায়, অভিমানে মোছাঃ মুক্তা আক্তার মিতু (২০) নামে গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। আজ মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১১ টার দিকে গুলবাগে ভাড়া বাসায় এ ঘটনাটি ঘটে।

মৃতের স্বামী ফাস্ট ফুড ব্যবসায়ী মোঃ পারভেজ আহমেদ বলেন, গতকাল সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে আমি বাসায় দেরি করে ফেরায় আমাদের মধ্যে ঝগড়া হয়। পরে রাতের খাবার খেয়ে আমরা উভয়ে ঘুমিয়ে পড়ি।
সকালে নাস্তা বানালেও ডিম ভাজেনি, তাই কুত্তার বাচ্চা বলে তাকে গালি দিয়ে হোটেলে নাস্তা আনতে যাই। ফিরে এসে দেখি রুমের দরজা বন্ধ, দরজা ভেঙে দেখি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে খিদমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, পারিবারিক কলহে স্বামীর সাথে ঝগড়া অভিমানে গলায় ফাঁস দিয়েছেন। পরে তার স্বামী পারভেজ নিজেই খিদমা হাসপাতালে নিয়ে যান পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃতদেহটি বাসায় নিয়ে যাওয়ার পথে সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে, দুপুর আড়াইটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। তিনি বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল রাখা হয়েছে।

এসআই সাজ্জাদ হোসেন জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহে আত্মহত্যা করতে পারে, তবে তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতার ছোট বোন মিম আক্তার বলেন, তার ভগ্নিপতি পারভেজ প্রায়ই রাত করে বাসায় ফিরেন, অন্য মেয়েদের সাথে ফোনে কথা বলেন, এসব নিয়ে বোনের সাথে প্রায় সময় ঝগড়া হতো। আজ দুপুরে খবর পাই বড় বোন মিতু গলায় ফাঁস দিয়েছে পরে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।

মৃতা মুক্তা আক্তার বগুড়া সদর উপজেলার খামারকান্দি গ্রামের ফাস্ট ফুড ব্যবসায়ী পারভেজ আহমেদের স্ত্রী।কুমিল্লা জেলার মেঘনা উপজেলার মানিকারচর গ্রামের রাজমিস্ত্রী মানিক মিয়া’র মেয়ে। বর্তমানে শাজাহানপুরের গুলবাগের ছয়তলা বাড়ির পাঁচতলায় ভাড়া বাসার স্বামীর সাথে থাকতো ১ ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।৩ বোন ১ ভাই’য়ের মধ্যে মৃতা ছিলেন রড়।