বুধবার (২৮জুলাই) সকাল পৌনে ৮টার সময় রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নং ফেরি ঘাটে খান জাহান আলী রো রো ফেরিতে হঠাৎ ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে পৌনে ৮টার দিকে ৭নং ফেরি ঘাটের পন্টুনের আপ পকেট থেকে ফেরি লোড হয়ে ছেড়ে যাওয়ার সময় প্রচণ্ড বাতাসের ধাক্কায় ফেরি সামনের দিকে যেতে পারছিল না। এমন পরিস্থিতি ফেরির চালক ইঞ্জিনের পাওয়ার বাড়িয়ে দিলে হঠাৎ করে ইঞ্জিনের ছাইলেনছার পাইপে আগুন লেগে যায়। তাৎক্ষণিক ফেরির কর্মকর্তারা আগুন নেভানোর চেষ্ট করে ব্যর্থ হলে পরে গোয়ালন্দ ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এ ঘটনায় ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে যানা যায়।
ফেরির মাষ্টার মো. ইলিয়াস হোসেন বলেন, সকাল পৌনে ৮টার দিকে ৭নং ফেরি ঘাটের পন্টুনের আপ পকেট থেকে ফেরি লোড করে ছেড়ে যাবার সময় ফেরি ইঞ্জিন চালু করার সাথে সাথে বিকট শব্দ হয়ে ছাইলেনছার পাইপে জমে থাকা কার্বনে আগুন লেগে যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মাফুজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে ফেরি ইঞ্জিলের ছাইলেনছার পাইপে জমে থাকা কার্বন থেকে এই আগুনের সূত্রপাত ঘটে।