হরতাল-অবরোধে সারাদেশে একমাসে ২০৯টি অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
এসএম দেলোয়ার হোসেন:
একদফা দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর দেশব্যাপী ডাকা চলমান হরতাল-অবরোধ ইস্যুতে চলতি বছরের গত ২৮ অক্টোবর থেকে ২৬ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত গত একমাসে (৩০ দিন) সারাদেশে ২০৯টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। দুর্বৃত্তদের লাগানো এসব অগ্নিকাণ্ডের মধ্যে যানবাহন ছাড়াও কয়েকটি স্থাপনাও রয়েছে। আজ রোববার (২৬ নভেম্বর) রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নিউজ পোস্টকে এসব তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার প্রধান (ভারপ্রাপ্ত) শাজাহান শিকদার।
তিনি জানান, গতকাল শনিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ২৬ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তরা ৩টি যানবাহনে আগুন দেয়। এরমধ্যে ঢাকা সিটিতে ১টি, কুমিল্লার দাউদকান্দিতে ১টি ও বরিশাল বিভাগে ১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় ২টি বাস ও ১টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। এ আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৬ ইউনিট ও ৩০ জন জনবল কাজ করেছে।
শাজাহান শিকদার জানান, চলতি বছরের গত ২৮ অক্টোবর থেকে আজ রোববার (২৬ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্তদের দ্বারা বেশকিছু স্থাপনা ও যানবাহনসহ ২০৮টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। একইসঙ্গে আজ রোববার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা ৪৮ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ীতে মৌমিতা পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন লাগানোর খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৪ মিনিটে আগুন নেভাতে সক্ষম হয়। এ নিয়ে সারাদেশে মোট ২০৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
তিনি আরও জানান, গতকাল শনিবার (২৫ নভেম্বর) ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা হাউজ বিল্ডিং-এর মাঝামাঝি স্থানে ১টি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয়। আজ রোববার (২৬ নভেম্বর) সকালে কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জে ‘সুবহান আল্লাহ’ পরিবহনের ১টি বাসে আগুন লাগে। এছাড়া বরিশালের উজিরপুরের ধামরাইলে সুপারিভর্তি ১টি ট্রাকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দেশের যেখানেই আগুন লাগার খবর পাওয়া যাবে, সেখানেই আগুন নেভানোর কাজে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক কর্মীরা রাত-দিন সবসময় ছুটে যেতে প্রস্তুত রয়েছে বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান শিকদার।