ক্রীড়া ডেস্ক:
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল সাউদাম্পটনের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠ ইতিহাদে সাউদাম্পটনকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল। দলের হয়ে একমাত্র গোল করেছেন আর্লিং হল্যান্ড।
দারুণ এই জয়ে লিগ টেবিলের শীর্ষে উঠেছে সিটি। ৯ ম্যাচে ৭ জয় ও ২ ড্রয়ে তাদের পয়েন্ট ২৩। শীর্ষস্থান থেকে দ্বিতীয় স্থানে নেমে গেছে লিভারপুল। তাদের পয়েন্ট ২১, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা।
শুরুতেই সিটিকে এগিয়ে দেন হল্যান্ড। নরওয়েজিয়ান এই তারকা ৫ মিনিটেই গোল করে দলকে লিড এনে দেন। নুনিয়েজের বাড়িয়ে দেয়া বল থেকে গোলটি করেন হল্যান্ড। তবে এরপর আর একটিও গোলের দেখা পায়নি গার্দিওলার শিষ্যরা।
এরপর পুরো ম্যাচেই আক্রমণ অব্যাহত রেখেছে সিটিজেনরা। তবে একের পর এক আক্রমণ করেও গোল পাওয়া হয়নি গার্দিওলার শিষ্যদের। বেশ কয়েকবারই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন হলান্ড। তবে তিনি লক্ষ্যভেদ করতে পারেননি। এদিকে সিটির আক্রমণ সামলে খুব বেশি প্রতি আক্রমণে যাওয়া হয়নি সাউদাম্পটনের।
সাউদাম্পটনের বিপক্ষে ম্যাচটিতে ৫৭ শতাংশ সময় বল নিজেদের দখলে রেখে ২২টি শট নেয় সিটি যার ৮টিই ছিল লক্ষ্যে। ওদিকে সাউদাম্পটন ৫ শট নিয়ে লক্ষ্যে রেখেছিল কেবল ২টি। তুমুল আক্রমণের পরও আর গোল না পাওয়ায় ১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয় সিটিজেনদের।