হামলা করলে সেকেন্ডের মধ্যে পাল্টা জবাব দেবে ইরানঃ উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ
ইসরায়েল যদি আক্রমণ চালায় তবে কয়েক সেকেন্ডের মধ্যে ইরান জবাব দেবে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। তিনি বলেন, এবার হামলার জবাব দিতে তেহরান আর ১২ দিন অপেক্ষা করবে না। এমনকি ঘণ্টাও দেরি করবে না, কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে।
ইরানি সংবাদ সংস্থা ইরনাকে দেওয়া এক সাক্ষাতকারে এসব কথা বলেন তিনি। খবর এবিসি নিউজের।আলি বাঘেরি বলেন, সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল কৌশলগত ভুল করেছে। এই হামলার মাধ্যমে ইরানের প্রতিরক্ষা সক্ষমতার প্রমাণ উপস্থাপনের বৈধ সুযোগ করে দিয়েছে।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যদি তারা (ইসরায়েল) আমাদের দূতাবাসের কনস্যুলার বিভাগে হামলা না চালাত, তাহলে এই সুযোগ আসত না।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি, ইহুদিবাদী রাষ্ট্রের সরকার যদি যথেষ্ট বুদ্ধিমান হয়, তবে তারা আর এ ধরনের ভুলের পুনরাবৃত্তি করবে না। কারণ, ইরান অতি দ্রুত আঘাতের মাধ্যমে সেই ভুলের আরও কঠোর জবাব দেবে।’
গত ১ এপ্রিল ইসরায়েল সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলা চালায়। পরে সেই হামলার জবাবে ১৩ এপ্রিল রাতে ইসরায়েলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।