হাসপাতালে সাইফের চিকিৎসার খরচ কত?

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

বিনোদন ডেস্ক :

নিজের বাড়িতে ছুরিকাঘাতের শিকার হয়ে হাসপাতালে ভর্তি আছেন বলিউড অভিনেতা সাইফ আলি খান। নেওয়া হয়েছিল আইসিইউতে। তবে এখন ধীরে ধীরে নায়কের অবস্থাও স্বাভাবিক হচ্ছে।

 

সাইফের ডাক্তাররা জানিয়েছেন, সাইফ ভালো আছেন, সুস্থ আছেন। এখন তার শরীরে কোনো ব্যথা নেই। তবে তাকে অল্প করে শুধু হাঁটার অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে বিভিন্ন কিছু সূত্রের বরাতে ভারতীয় গণমাধ্যম সাইফের চিকিৎসা খরচের তথ্য সামনে এনেছে। তাতে জানানো হয়েছে, সাইফের এই হামলার পেছনে চিকিৎসা খরচ হয়েছে ৩,৫৯৮,৭০০ রুপি। তবে বীমা কোম্পানি এতে দিচ্ছে ২৫ লক্ষ রুপি। এর ফলে শুধু সাইফকে চিকিৎসার জন্য গুনতে হবে ১৫ লক্ষ ৯৮ হাজার রুপি।

এদিকে গত শুক্রবার সন্ধ্যায় মুম্বাই পুলিশ সাইফের স্ত্রী তথা কারিনা কাপুর খানের বক্তব্য রেকর্ড করে পুলিশ। কারণ, সাইফকে হামলার দিন কারিনা ওই ফ্ল্যাটেই ছিলেন। কারিনা জানিয়েছেন, হামলাকারীকে তিনি সাইফের ওপর উপর্যুপরি ছুরি চালাতে দেখেন। সে সময় অত্যন্ত ক্ষিপ্ত ছিল সেই হামলাকারী।