হেলমেট পরে মোটরসাইকেলে এসে গুলি, ‘ব্যাগ ভর্তি’ টাকা-স্বর্ণ ছিনতাইচেষ্টা
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে ফাঁকা গুলি ছুড়ে সুপ্তি জুয়েলার্সের মালিক গোপাল কর্মকারসহ দুজনকে কুপিয়ে টাকা ও স্বর্ণালঙ্কার ছিনতাইচেষ্টার ঘটনা ঘটেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে এ ঘটনা ঘটে।
গোপাল কর্মকার রাজাপুর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক। তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপজেলা শাখার সাধারণ সম্পাদক।
ভুক্তভোগী গোপাল কর্মকার জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে মোটরসাইকেল করে বাসায় ফিরছিলেন। তার সঙ্গে রতন নামে আত্মীয় ছিলেন। তারা সদরের বাজারের দক্ষিণ মাথা এলাকার কামার পট্টিতে পৌঁছালে হেলমেট ও কালো জ্যাকেট পরা কয়েকজন যুবক তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। তাদের বাধা দিতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান গোপাল ও রতন। তাদের গায়ে মোটা সোয়েটার থাকায় আঘাত গুরুতর হয়নি। আশপাশের লোকজন চিৎকার শুনে এগিয়ে আসলে দুর্বৃত্তরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে সঙ্গে থাকা দুটি ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। যাতে গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। দ্রুত লোকজন চলে আসায় পকেটে থাকা টাকা ও স্বর্ণ ভর্তি ব্যাগ নিতে পারেনি।
জুয়েলার্স অ্যাসোসিয়েশনের উপজেলা সভাপতি সঞ্জয় কর্মকার জানান, গোপালের ওপরে আগেও একবার আক্রমণ হয়েছিল। এ ঘটনায় উপজেলার স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্কে বিরাজ করছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিটিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।