১ মিনিটেই হলদেটে টয়লেট হবে ধবধবে সাদা

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৪

লাইফস্টাইল ডেস্ক রিপোর্টঃ 

বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো বাথরুম। বেডরুম আর কিচেনের মতোই মহাগুরুত্বপূর্ণ এই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে দেখা দিতে পারে নানা অসুখ। বাথরুম পরিষ্কারে অনেকেই ক্লিনার ব্যবহার করে থাকেন। তবে টয়লেট ক্লিনার ব্যবহার না করেও বাথরুম পরিষ্কার রাখতে পারবেন। মাসে দুই থেকে তিনবার ক্লিনার ব্যবহার করলেই যথেষ্ট। এতে টাকাও সাশ্রয় হবে এবং বাঁচবে সময়।

কেউ মাসে একবার বা কেউ সপ্তাহে একবার টয়লেট পরিষ্কার করেন। এজন্য সবাই বিভিন্ন ধরনের টয়লেট ক্লিনার ব্যবহার করে থাকেন। সপ্তাহে দুই-তিনবার কমোড পরিষ্কার করার পর্যাপ্ত সময় না থাকলে চিন্তার কিছু নেই। কমোড এমনভাবে পরিষ্কার করতে হবে যাতে সব জীবাণুও মারা যায়।টয়লেট পরিষ্কার ফ্ল্যাশ ট্যাঙ্কে এই কৌশলটি ব্যবহার করলে ১ মিনিটেই টয়লেট হবে ধবধবে সাদা। এজন্য দরকার ওষুধ, সাবান, কস্টিক সোডা।

প্রথমে ১০-১২টি ওষুধ ভাল করে পিষে গুঁড়া করে নিতে হবে। তারপর সাবান ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার মিক্সারে সাবান, ওষুধের গুঁড়া এবং কস্টিক সোডা দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে। তাতে হালকা পানি দিতে হবে, যাতে ছোট ছোট বল তৈরি করা যায়। এই মিশ্রণ থেকে যতটা সম্ভব ট্যাবলেট তৈরি করে একটি বাক্সে রেখে দিতে হবে।

বড়ি তৈরি হয়ে গেলে টয়লেটের পাত্রের ফ্লাশ ট্যাঙ্কে রাখতে হবে। এজন্য প্রতিদিন মাত্র এক বা দুটি বল রাখতে হবে। এর সাহায্যে টয়লেট ব্যবহারের পর যখনই ফ্লাশ করা হবে তখন শুধু সুগন্ধই ছড়াবে না, পাত্রে আটকে থাকা ময়লা ও জীবাণুও দূর হবে। এই তিনটি উপাদান থেকে তৈরি এই ট্যাবলেট পানিতে মিশে যাবে এবং পাত্র পরিষ্কার রাখতে কার্যকর হবে।এই পদ্ধতিটি কাজে লাগালেই টয়লেট পরিষ্কার থাকবে। টয়লেট ক্লিনার ব্যবহার না করেও বাথরুম পরিস্করা রাখা যাবে সহজেই। মাসে দুই থেকে তিনবার ক্লিনার ব্যবহার করলেই যথেষ্ট হবে। এতে টাকাও সাশ্রয় হবে এবং সময়ও বাঁচবে।