১১ ব্যাটসম্যান মিলে করলেন ১২ রান

প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্ণ, মে ৯, ২০২৪

খেলাধুলা ডেস্ক :

১১ ব্যাটসম্যান মিলে খেললেন ৫০ বল, সর্বসাকুল্যে তখন তাদের স্কোরবোর্ডে উঠল কেবল ১২ রান। আর তাতেই শেষ মঙ্গোলিয়ার টি-টোয়েন্টি ইনিংস। তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটাই সর্বনিম্ন রানের রেকর্ড নয়। লজ্জার রেকর্ডে এশিয়ান দেশটি দ্বিতীয় স্থানে রয়েছে। জাপানের দেওয়া ২১৮ রানের লক্ষ্য তাড়ায় খেলতে নেমে তারা মাত্র ১২ রানেই গুটিয়ে গেছে।

গতকাল (বুধবার) ৭ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল জাপান-মঙ্গোলিয়া। জাপানের সানো ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে স্বাগতিকরা। যেখানে সাবোরিশ রবিচন্দ্রনের ৬৯ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৭ উইকেটে ২১৭ রান তোলে জাপান। বড় লক্ষ্য তাড়ায় একেবারে যাচ্ছেতাই অবস্থা হয়েছে মঙ্গোলিয়ার। জাপানের বিপক্ষে কেবল ৮.২ ওভার তাদের ব্যাটিং টিকেছে। তাতেই ম্যাচের ফল চলে এসেছে, ২০৫ রানে স্বাগতিকদের জয়। এ নিয়ে তারা দুটিতেই জিতেছে।

তবে মঙ্গোলিয়ার এমন বাজে দশা পাঁচ ওভারেও বোঝা যায়নি। স্বস্তির কিছু না হলেও, তারা প্রথম পাঁচ ওভার শেষে ৫ উইকেটে ১০ রান তুলেছিল। তাদের বাকি ৫ উইকেট চলে যায় মাত্র ২ রানে। ৬ ব্যাটসম্যানই আউট হয়েছেন শূন্য রানে। সর্বোচ্চ ৪ রান করেন একজন। জাপানের হয়ে ৩.২ ওভার বল করে ৭ রানে ৫ উইকেট নেন বাঁ-হাতি পেসার কাজুমা কাতো-স্টাফোর্ড।

নিজেদের সর্বনিম্ন রানের পাশাপাশি দ্বিতীয় সর্বনিম্ন বলে অলআউট হওয়ার রেকর্ডেও নাম লিখিয়েছে মঙ্গোলিয়া। ১২ রান করতে খেলেছে ৫০ বল। সবচেয়ে কম বলে অলআউটের রেকর্ডটা রুয়ান্ডার, মাত্র ৩৭ বল (২০২৩ সালে নাইজেরিয়ার বিপক্ষে)।

আর সবচেয়ে কম রানে অলআউটের বিশ্বরেকর্ডটা আইল অব ম্যানের দখলে। আইরিশ সাগরে অবস্থিত স্বশাসিত অঞ্চলটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে স্পেনের বিপক্ষে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে বিব্রতকর রেকর্ডটি গড়ে তারা।

উল্লেখ্য, মাত্র ৭ মাস আগে এশিয়ান গেমস দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মঙ্গোলিয়ার। তাদের প্রথম ম্যাচেই নেপাল ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান তোলে, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টি তো বটেই, স্বীকৃত টি-টোয়েন্টিতেই কোনো দলের সর্বোচ্চ। এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রানের রেকর্ডটা মঙ্গোলিয়ার কানের ওপর দিয়ে গেছে। ৩ রান কম করলেই বিব্রতকর রেকর্ডটা নিজেদের করে নিতো। চলতি সিরিজের প্রথম ম্যাচেও তারা জাপানের বিপক্ষে ৩৩ রানে অলআউট হয়েছিল।