‘১২ জন’ নিয়ে খেলেছে ভারত, ইংল্যান্ডের অসন্তুষ্টি

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

আন্তর্জাতিক ক্রিকেটে ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ ব্যবহারের নিয়ম নেই, তবে ভারত-ইংল্যান্ডের চতুর্থ টি-টোয়েন্টিতে এমনই এক বিতর্কিত ঘটনা ঘটেছে। পুনেতে অনুষ্ঠিত ম্যাচে শিবম দুবে কনকাশন সাব হিসেবে বদলি হওয়ার পর বোলিংয়ে নামানো হয় হর্ষিত রানাকে, যা নিয়মবহির্ভূত বলে মনে করছে ইংল্যান্ড।

ম্যাচের প্রথম ইনিংসে ৩৪ বলে ৫৩ রান করেন দুবে। পরে কনকাশনের অজুহাতে তাকে সরিয়ে জায়গা দেওয়া হয় পেসার হর্ষিত রানাকে, যিনি বল হাতে ৪ ওভারে ৩ উইকেট শিকার করেন। দুবের পরিবর্তে সম্পূর্ণ ভিন্ন ভূমিকার একজন ক্রিকেটার মাঠে নামানোয় অসন্তোষ প্রকাশ করেছে ইংল্যান্ড দল।

আইসিসির কনকাশন বদলির নিয়ম অনুযায়ী, মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের জায়গায় কেবল একই ভূমিকার অন্য একজনকে নামানো যায়। অর্থাৎ, ব্যাটসম্যানের বদলে ব্যাটসম্যান, বোলারের বদলে বোলারই নামাতে হয়। কিন্তু ভারত ব্যাটিং অলরাউন্ডার দুবের বদলে একজন ফাস্ট বোলার নামিয়ে নিয়ম ভঙ্গ করেছে বলে অভিযোগ তুলেছে ইংল্যান্ড।

বাটলার সরাসরি ম্যাচের ফলাফলের জন্য কনকাশন বদলিকে দায়ী না করলেও স্পষ্ট করেছেন, বিষয়টি নিয়ে ইংল্যান্ড ম্যাচ রেফারির কাছে ব্যাখ্যা চাইবে। তিনি বলেন, ‘আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নই। যদিও এটি খেলার অংশ, আমাদের ম্যাচটি জেতা উচিত ছিল, তবে আমরা এভাবে বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত মানতে পারছি না।’