১৫ বছরে শপথভঙ্গকারী বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত: কায়সার কামাল
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, গত দেড় দশকে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে অনেক বিচারপতি শপথ ও আচরণবিধিমালা ভঙ্গ করে বিচারকাজ পরিচালনা করেছেন। আমরা মনে করি শপথ ভঙ্গকারী এসব বিচারপতিদের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
সোমবার (১৪ অক্টোবর) জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এই সম্মলনের আয়োজন করা হয়।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিভিন্ন রাজনৈতিক দল এবং ছাত্র-জনতা দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এই সংগ্রামে বিরামহীনভাবে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সমস্ত মামলাই রাজনৈতিক। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট রেজিমের প্রধান পলাতক শেখ হাসিনার নির্দেশে কয়েকটি মিথ্যা মামলায় ফরমায়েশি রায় ঘোষণা করেছে। কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে আমরা লক্ষ্য করছি, তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত রাজনৈতিক মামলার ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। আমরা অবিলম্বে তার বিরুদ্ধে দায়েরকৃত এই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাচ্ছি। অন্যথায় আইনজীবী সমাজ আবার ও রাস্তায় নামতে বাধ্য হবে।
ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, কারও কারও অযাচিত হস্তক্ষেপের কারণে যথাযথভাবে স্বচ্ছতার সাথে বিচারবিভাগ দায়িত্ব পালন করতে পারছে না। এই বিভাগের কর্মকাণ্ডের ওপর নির্ভর করে আইনের শাসন, মানবাধিকার ও গণতন্ত্রের সুদৃঢ় ভিত্তির।
তিনি বলেন, জুলাই-আগস্ট গণহত্যার আসামি পলাতক শেখ হাসিনাসহ অন্যদের দেশে ফেরৎ এনে বিচারের মুখোমুখি করতে হবে। পাশাপাশি আমাদের দাবি বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার অতি দ্রুততার সহিত প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দেশে গণতন্ত্র প্রত্যাবর্তন তথা নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবেন।
সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপি উচ্চ আদালতে দলবাজ ৩০ জন বিচারপতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। আমরা সেই দাবির সঙ্গে একমত পোষণ করি।