২ বছর পর মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেলকে টি-টোয়েন্টি দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
ডেস্ক রিপোর্টঃ
১৬ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার তাদের সামনে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য। সেই লক্ষ্য তাড়ায় ২ বছর পর মারকুটে ব্যাটার আন্দ্রে রাসেলকে টি-টোয়েন্টি দলে ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। রাসেল সর্বশেষ ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে খেলেছিলেন। আরব আমিরাতের আবুধাবিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল ৬ নভেম্বর। এরপর আর জাতীয় দলের জার্সি মাঠে দেখা যায়নি এই অলরাউন্ডারকে। ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে আগামী ১৩ ডিসেম্বর, ব্রিজটাউনে। ১৪ ও ১৬ ডিসেম্বর পর্যায়ক্রমে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে সেইন্ট জর্জে। বাকি দুটি হবে ২০ ও ২২ ডিসেম্বর, তারৌবাতে। ঘরের মাঠে এই সিরিজ উপলক্ষ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, রসটন চ্যাজ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হিটমায়ের, জ্যাসন হোল্ডার, আকিল হুসেইন, আলজারি জোসেফ, ব্রান্ডন কিং, কাইল মায়ারস, গুগাকেস মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফ্যানে রুথারফোর্ড ও রোমারিও শেপহ্যার্ড।