২৩ বছর পর জেনিনে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েন

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৫

ডেস্ক রিপোর্ট:

 

২০০২ সালের পর প্রথমবারের মতো রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে সেখানে হামলাও জোরদার করা হয়েছে। সিএনএন ও পার্সটুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার তেল আবিবের কাছে হলন শহরে সেনাবাহিনীর নতুন অফিসারদের অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীর এবং লেবাননে লড়াই চালিয়ে যাবে।

পার্সটুডে জানিয়েছে, ২০২৫ সালের ২১ জানুয়ারি থেকে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের ফিলিস্তিনি শরণার্থীদের শহর ও শিবিরগুলিতে, বিশেষ করে জেনিন, তুলকারাম এবং তুবাস প্রদেশে ‘আয়রন ওয়াল’ নামে তাদের সামরিক হামলা জোরদার করেছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই হামলা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা এবং এর উপর পুরো কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে নেতানিয়াহুর মন্ত্রিসভা এ আগ্রাসন শুরু করেছে।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, ইসরায়েলি বাহিনী জাবাল আল-শেখ এবং সিরিয়ার সঙ্গে বাফার জোনে অনির্দিষ্ট সময়ের জন্য থাকবে।

তিনি আরও বলেন, আমরা পশ্চিম তীরে যে শরণার্থী শিবিরগুলিতে প্রবেশ করেছি সেখানে পশ্চিম তীরের বাসিন্দাদেরকে ফিরে যেতে দেব না। ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, দুটি লক্ষ্য ছাড়া যুদ্ধ শেষ হবে না, আমাদের সকল বন্দীদের ফিরিয়ে দেওয়া এবং গাজায় হামাস শাসনের অবসান।