২৪ ঘণ্টার মধ্যেই পিএসএলে ‘সিংহাসন’ হারালেন রিশাদ

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

এবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো খেলছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। নিজের প্রথম দুই ম্যাচেই ঝলক দেখিয়েছেন তিনি। দুই ম্যাচে ৩টি করে উইকেট নিয়েছেন এই টাইগার লেগ স্পিনার। এতেই পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারীর স্বীকৃতিস্বরূপ ফজল মাহমুদ টুপি পরেছিলেন রিশাদ।

তবে সেই ‘সিংহাসনে’ ২৪ ঘণ্টাও থাকতে পারেননি বাংলাদেশের তরুণ এই লেগ স্পিনার। রিশাদকে টপকে পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেসন হোল্ডার।

রিশাদের দল লাহোর কালান্দার্সের ম্যাচ ছিল পরশু রাতে করাচি কিংসের বিপক্ষে। আর হোল্ডারের ইসলামাবাদ ইউনাইটেড গত রাতে খেলেছে মুলতান সুলতানসের বিপক্ষে। রাওয়ালপিন্ডিতে এই ম্যাচে ২৫ রানে ৪ উইকেট নিয়েছেন হোল্ডার। ৩ ম্যাচে ৯ উইকেট নিয়ে পিএসএলের সর্বোচ্চ উইকেটশিকারী এখন তিনি।

এবারের পিএসএলে রিশাদ শুধু একটা ম্যাচই একাদশে সুযোগ পাননি। ১১ এপ্রিল ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচটাই হেরেছে লাহোর। কোয়েটা ও করাচির বিপক্ষে ৭৯ ও ৬৫ রানের বিশাল দুই জয়ে লাহোরের নেট রানরেট ‍+২.০৫১। তিন ম্যাচের দুটিতে জিতে এখন লাহোরের ৪ পয়েন্ট। ৬ পয়েন্ট নিয়ে ইসলামাবাদ ইউনাইটেড পয়েন্ট টেবিলের শীর্ষে। তিন ম্যাচের তিনটিতে জিতেছে তারা। লাহোরের পরের ম্যাচ মুলতান ক্রিকেট স্টেডিয়ামে ২২ এপ্রিল মুলতান সুলতানসের বিপক্ষে।