২৬১ দিনে ঝরল ২১০৯ প্রাণ: ঢাকায় সড়কে দুই ভাই নিহত
বিভিন্ন স্থানে আরও ৯ জনের প্রাণহানি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
রাজধানীর উত্তরায় শুক্রবার বেপরোয়া বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দু’ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- জুয়েল শেখ (৪২) ও তার ছোট ভাই লিটন শেখ (২৫)। একই দিন চট্টগ্রামের পটিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দম্পতিসহ তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। এছাড়া মীরসরাই, রাঙ্গুনিয়া, ঠাকুরগাঁও, নরসিংদী, নারায়ণগঞ্জ ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৬১ দিনে সড়কে মারা গেলেন ২১০৯ জন। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর-
ঢাকা : শুক্রবার দুপুর দেড়টার দিকে উত্তরা পূর্ব থানার সামনে বাসচাপায় লিটন ও জুয়েল গুরুতর আহত হন। দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বেলা পৌনে ৩টায় তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতের ভায়রা ভাই আল-আমিন জানান, ছোট ভাই বাবুর বিয়ের জন্য মেয়ে দেখতে শাহজাদপুরে যাচ্ছিলেন তারা। পথে আজমপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় তারা নিহত হন। তারা ময়মনসিংহের ফুলপুরে শাকুয়াই গ্রামের হারুন শেখের ছেলে। গাজীপুর দিঘিরচালা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন তারা। লিটন বালুর ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতেন। জুয়েল ছিলেন রিকশাচালক।
উত্তরা পূর্ব থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, দুপুরে থানার সামনের রাস্তায় ঢাকাগামী ওই চলন্ত মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয় অভি পরিবহনের একটি বাস। এতে মোটরসাইকেলে থাকা ২ জনই গুরুতর আহত হন। পরে তাদের ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, এ ঘটনায় ঘাতক বাস ও এর চালককে বনানী থেকে আটক করা হয়েছে।
চট্টগ্রাম : শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাট এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দম্পতিসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত চারজন। নিহতরা হলেন- কক্সবাজারের চকরিয়া থানার কৈয়ারবিল এলাকার আ স ম সাজ্জাদ হোসেনের ছেলে আ স ম জাহিদ হোসেন (৪১), তার স্ত্রী নিগার সুলতানা (৩০) এবং চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাঠানটুলী রোডের নাজিরপুল এলাকার কোরবান আলীর ছেলে ওমর ফারুক (৪০)। আহতরা হলেন- বাপ্পি গুপ্ত (৪৮), নিলু আক্তার (৪৫), মিথিলা আক্তার (১১) ও নুরুল হক (৫৫)। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। পুলিশ জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে চট্টগ্রাম নগরী থেকে পটিয়াগামী একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় সাতজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্য চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করেছে পুলিশ। তবে উভয় বাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।
মীরসরাই (চট্টগ্রাম) : সকালে বারইয়াহাট-খাগড়াছড়ি সড়কের মীরসরাই উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ফরেস্ট অফিস এলাকায় একটি ড্রাম ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনকারী জোরারগঞ্জ থানার এসআই আলমগীর কবির জানান, নিহত ২ জনের বাড়ি ফটিকছড়ির হেয়াকোঁ এলাকায়। একজনের মৃতদেহ কে বা কারা নিয়ে গেছে। অপরজনের নাম আবদুল্লাহ আল নোমান (২৪)। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও : প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রফিকুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে জামালপুর ইক্ষু খামার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত রফিকুল মোটরসাইকেলে পীরগঞ্জ উপজেলা শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক আসা প্রাইভেট কারের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্যদিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ভুল্লী ইটভাটা এলাকায় মোটরসাইকেল ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন।
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) : রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের জিয়ানগর এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে বাসের ছাদ থেকে পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- মো. রাকিব (১৮) ও গিয়াস উদ্দিন (১৮)। বৃহস্পতিবার রাতে আত্মীয়ের বাড়ি থেকে নতুন স্মার্টফোন নিয়ে রাঙ্গুনিয়ার মরিয়মনগর ইউনিয়নে নিজের বাড়িতে ফিরছিলেন তারা। রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় রাকিবের আরেক বন্ধু মো. আলী (১৯) আহত হয়েছেন। তাকে রাঙ্গুনিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালীগঞ্জ (ঝিনাইদহ) : কালীগঞ্জে রড বোঝাই আলমসাধু চাপায় আদনান (৩) নামে এক শিশু মারা গেছে। শুক্রবার দুপুর ১টার দিকে কালীগঞ্জ-মল্লিকপুর সড়কের মস্তবাপুর হাইস্কুলের কাছে এ দুর্ঘটনা ঘটে। আদনান উপজেলার মস্তবাপুর গ্রামের মোজাম খাঁয়ের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু আদনান তার দাদার কাঁধে চড়ে মাঠ থেকে বাড়ি ফিরছিল। এ সময় একটি আলমসাধুর ধাক্কায় দাদা-নাতি দু’জনই আহত হন। পরে গুরুতর আহত শিশু আদনানকে কালীগঞ্জ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাবুগঞ্জ (বরিশাল) : বৃহম্পতিবার সন্ধ্যায় উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর ইউনিয়নে সেনাবাহিনীর মাইক্রোবাসের সঙ্গে ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংর্ঘষে ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সেনাবাহিনীর মাইক্রোবাস চালক কালামের অবস্থা গুরুতর হওয়ায় রাতে তাকে ঢাকা পাঠানো হয়েছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) : আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় আহত ব্যবসায়ী জহিরুল ইসলাম ওরফে জুলু মুন্সীর (৬৮) মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে নিজ বাড়িতে মারা যান তিনি। এর আগে মঙ্গলবার ভোরে তাকে উপজেলার চৈতনকান্দা নয়াপুর এলাকায় বালুবাহী একটি পিকআপ চাপা দেয়। নিহত জুলু মুন্সী উপজেলার বিশনন্দী ইউনিয়নের চৈতনকান্দা গ্রামের মোহাম্মদের ছেলে।
নরসিংদী ও কিশোরগঞ্জ : নরসিংদীর শিবপুরে যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকার চালক উজ্জ্বল মিয়া (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার চৈতন্যা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই পরিবারের ৪ জন। আহতরা সবাই প্রাইভেটকারের যাত্রী। নিহত উজ্জ্বল মিয়া কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার মফিজ উদ্দীনের ছেলে।
ঝিনাইদহ : সড়ক দুর্ঘটনায় হবু বর তন্ময় বিশ্বাসের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ শহরের কলাহাট এলাকায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে। নিহত তন্ময় সদর উপজেলার কলোমনখালি গ্রামের গোলাম নবীর ছেলে। তার মৃত্যুতে বর ও কনে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।