রাঙ্গামাটি প্রতিনিধি:
পার্বত্য জেলা রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিনদিন সাজেক ভ্যালি ভ্রমণে নিরুৎসাহিত করেছে জেলা প্রশাসন। রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য জেলা রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি বিবেচনায় এক জরুরি সভার মাধ্যমে জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সাজেকে ২৭-৩০ সেপ্টেম্বর পর্যন্ত পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
এরআগে পার্বত্য জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা ও বিশৃঙ্খলার কারণে গত ২৫ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর পর্যন্তও জেলা প্রশাসক সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেন।