![৭ বছর পর চুরির মামলায় দুই সাংবাদিক আসামি](https://www.newspostbd.com/wp-content/uploads/2025/02/55-4.webp)
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে ৭ বছর ২ মাস পর দোকানে চুরি ও লুটপাটের ঘটনায় দুই সাংবাদিককে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। শনিবার কুড়িগ্রাম সদর থানায় মামলাটি রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ।
মামলায় কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক রুহুল আমিন দুলালসহ ১৩ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে। আসামি দুই সাংবাদিক হলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন ও দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ফারুক এবং নিউজ টুয়েন্টি ফোর টেলিভিশন ও দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির সূর্য।
মামলার বাদী মাহফুজার রহমান অভিযোগ করেন, ২০১৭ সালের ১২ ডিসেম্বর যুবলীগের নেতার নেতৃত্বে আসামিরা তার দোকানে চাঁদা দাবি করতে গিয়ে মারধর ও লুটপাট করেন, যার ফলে প্রায় ২৭ লাখ টাকার ক্ষতি হয়।
এ বিষয়ে সাংবাদিক আব্দুল খালেক ফারুক ও হুমায়ুন কবির সূর্য দাবি করেছেন, তারা কখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না এবং তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে।
কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজ জানান, দুই সাংবাদিকই পেশাদার এবং তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা শুধুমাত্র হয়রানির উদ্দেশ্যে।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুল্লাহ জানান, মামলা দায়ের হওয়ায় আসামিদের গ্রেপ্তার করা হবে।